কুমিল্লা মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা, সম্পাদক লিজা

কুমিল্লা মহানগর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে তাহমিনা আক্তারকে সভাপতি ও উন্মে লিজাকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।

রোববার (৫ ডিসেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। সম্মেলন উদ্বোধন করেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বাহার বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অর্থনীতিতে বাংলাদেশ আজ স্বাবলম্বী। কৃষি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাসহ সব সূচকে এশিয়াতে এগিয়ে আছে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জাকিয়া সৃজনী শিউলী।

আরও বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ, যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক নাদিরা পারভিন লাকি, সাংগঠনিক সম্পাদক জেসমিন শামিমা নিঝুম, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নিলুফার রহমান, সাংস্কৃতিক সম্পাদক মেহের নাজ নাহিদ, আইন বিষয়ক সম্পাদক অ্যডভোকেট সোহানা জেসমিন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top