হাতিরঝিলে তৃতীয় লিঙ্গের চক্রের মারধরের শিকার দম্পতি

রাজধানীর হাতিরঝিলে ঘুরতে গিয়ে তৃতীয় লিঙ্গের একটি চক্রের মারধরের শিকার হয়েছেন এক দম্পতি। এতে ভুক্তভোগী যুবকের কান ও মাথায় গুরুতর জখম হয়েছে। তার পরনের কাপড়ও ছিঁড়ে ফেলে তারা।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রনি বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাতিরঝিল এলাকায় ঘুরতে যাই। কিছুক্ষণ পর তৃতীয় লিঙ্গের কয়েকজন এসে আমাদের কাছে টাকা দাবি করেন। তাদেরকে ১০ টাকা দিতে গেলে নিতে অস্বীকৃত জানান। নিরূপায় হয়ে ২০ টাকা দিই। কিছুক্ষণ পরে তারা আবার এসে টাকা দাবি করে। টাকা না দিতে চাইলে তারা আমার ওপরে ক্ষেপে যায়। পরে পাশের লোকজন এসে তাদেরকে বাধা দেন।

তিনি বলেন, ‘হাতিরঝিলে তৃতীয় লিঙ্গের একটি চক্রের অত্যাচারে আমরা সেখান থেকে বেগুনবাড়ি মোড়ের দিকে চলে আসি। এসময় হঠাৎ আবার তারা (তৃতীয় লিঙ্গের একটি দল) এসে আমাকে মারধর শুরু করে। আমার স্ত্রী তাদেরকে ঠেকাতে গেলে তাকেও মারধর করে তারা।’

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ  বলেন, ‘ভুক্তভোগী দুজন থানায় এসেছেন। তারা লিখিত অভিযোগ দেবেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে।’

ওসি বলেন, ‘হাতিরঝিল একটি পর্যটনকেন্দ্র। এখানে বেড়াতে আসা মানুষদের উত্যক্তকারী যে বা যারাই হোক, তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘শারীরিকভাবে হেনস্তার শিকার স্বামী-স্ত্রী থানায় এসে অভিযোগ করেছেন। তাদের সঙ্গে পুলিশের টিম পাঠানো হবে এবং অভিযুক্তদের খুঁজে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top