এবার অস্কারে নেই বাংলাদেশ-ভারতের কোনো সিনেমা

প্রতিবছরের মতো আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্কার প্রদান অনুষ্ঠান। প্রতিবারের ন্যায় এবারেও বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশের ছবি আহ্বান করা হয়েছিলো। তবে কোনো ছবিই নির্বাচিত হয়নি।

অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ নিয়ে সব সময় মুখিয়ে থাকে উপমহাদেশের সিনেমাপ্রেমীরা। নিজেদের দেশের সিনেমা অন্তত অস্কারের শর্টলিস্টে স্থান করে নিবে বলে প্রত্যাশা করেন। কিন্তু এবার হতাশই হতে হলো।

প্রকাশ হয়েছে অস্কারের ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ’ এর শর্টলিস্ট। সেখানে স্থান হয়নি বাংলাদেশের কোনো সিনেমার। স্থান পায়নি পাশের দেশ ভারতের সিনেমাও।

আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে এবার ১৫টি দেশের ৯৩টি সিনেমা জমা পড়েছিলো প্রতিযোগিতার জন্য। সেখান থেকে তালিকায় স্থান পেয়েছে ১৫টি ছবি।

সেগুলো হলো ‘কুও ভ্যাদিস, আইদা?’ (বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা), ‘দ্য মোল অ্যাজেন্ট’ (চিলি), ‘চারলাতান’ (চেক রিপাবলিক), ‘ডেনমার্ক’ (অ্যানাদার রাউন্ড), ‘টু অব আস’ (ফ্রান্স), ‘লা লোরোনা’ (গুয়েতেমালা), ‘বেটার ডেইজ’ (হংকং), ‘সান চিলড্রেন’ (ইরান), ‘নাইট অব দ্য কিংস’ (আইভরি কোস্ট), ‘আই অ্যাম নো লংগার হিয়ার’ (মেক্সিকো), ‘হোপ’ (নরওয়ে), ‘কালেকটিভ’ (রোমানিয়া), ‘ডিয়ার কমর‍্যাডস!’ (রাশিয়া), ‘অ্যা সান’ (তাইওয়ান), ‘দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন’ (তিউনিশিয়া)।

ডকুমেন্টারি ফিচার বিভাগে ২৩৮টি থেকে ১৫টি বেছে নেয়া হয়েছে। তালিকায় স্থান পেয়েছে অল ইন: দ্য ফাইট ফর ডেমোক্রেসি, বয়েজ স্টেট, কালেকটিভ, ক্রিপ ক্যাম্প, ডিক জনসন ইস ডেড, গুন্ডা, এমএলকে/এফবিআই, দ্য মোল এজেন্ট, মাই অক্টোপাস টিচার, নটটুরনো, দ্য পেইন্টার অ্যান্ড দ্য থিফ, ৭৬ ডেইজ, টাইম, দ্য ট্রাফল হান্টার্স ও ওয়েলকাম টু চেছনিয়া।

ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগে স্থান পেয়েছে ‘অ্যাবরশন হেল্পলাইন, দিস ইস লিসা’, কল সেন্টার ব্লুজ, কলেট, অ্যা কনসার্টো ইজ অ্যা কনভারসেশন, হাঙ্গার ওয়ার্ড, ডু নট স্প্লিট, হিস্টেরিক্যাল গার্ল, অ্যা লাভ সং ফর লাতাশা, দ্য স্পিড কিউবার্স, হোয়াট উড সোফিয়া লরেন ডু?

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top