৪ ঘণ্টা অপেক্ষা, সুমীকে পেয়ে অশ্রুসিক্ত ভক্ত (ভিডিও)

দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষার পর প্রিয় তারকার দেখা পেলেন রাজশাহীর চার তরুণ ভক্ত। প্রিয় তারকাটি অন্য কেউ নন, শ্রোতাপ্রিয় ব্যান্ড চিরকুটের ভোকাল শারমীন সুলতানা সুমী। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহী কলেজ মাঠে চিরকুট ব্যান্ডের শো ছিল। কনসার্ট শুরুর আগে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, জুবায়ের নামে তরুণ ভক্ত সুমীকে বলছেন, ‘আমরা আপনার জন্য চার ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি।’ শুনে অবাক হন সুমী। এরপর একে একে সবার নাম জেনে নেন সুমী। অন্য তিন ভক্তের নাম গালিব, আরাফাত ও নাজমুস সাকিব। জুবায়ের সুমীকে একটি গোলাপ ও উপহারের বক্স দেন। তাদের সঙ্গে ছবি তোলেন সুমী। ভক্তদের উদ্দেশে সুমী বলেন, ‘তোমাদের দেখে ভালো লাগল, খুশি হলাম। উপহার না আনলেও হতো।’

রোববার রাতে রাজশাহী কলেজ মাঠে শো ছিল চিরকুটের। গতকাল সকালে সেখানে পৌঁছান তারা। হোটেলে বিশ্রাম নিয়ে বিকেলে নদীর ধারে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে হোটেল থেকে ফোন আসে। এ বিষয়ে সুমী বলেন, ‘হোটেল থেকে আমাদের ব্যান্ডের সদস্যরা ফোন করে জানায়, কয়েক তরুণ অনেকক্ষণ ধরে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে দেখা করতে চায়। এসেই দেখি এই কাণ্ড। আমি ওই সময় আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম।’

এ ভিডিওর ক্যাপশনে সুমী লিখেন—‘অশ্রুসিক্ত এই যুবকের ভালোবাসা উপেক্ষা করার আমি কে।’ এই ব্যান্ড তারকা বলেন, ‘আমি লিখেছি, উপেক্ষা করার আমি কে? আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তা এমন ভক্তদের মাধ্যমে আমার কাছে, আমাদের ব্যান্ড চিরকুটের কাছে ভালোবাসা পাঠান। এই ভালোবাসা শর্তহীন। এই ভালোবাসা দায়িত্ব বাড়িয়ে দেয়। তার মানে কাজ থামানো যাবে না। আরো অনেক দূর এগিয়ে নিতে আগ্রহী করে তোলে।’

ভক্ত ও সুমীর ভিডিও দেখতে ক্লিক করুন

ভিডিওটি ফেসবুকে পোস্ট করার পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন সুমী। ভক্তরা নানা মন্তব্য করে প্রশংসা করছেন তার। শ্রাবণী রিয়া লিখেছেন, ‘সুমী আপা মানেই ভালোবাসার মানুষ।’ জাকির হোসাইন লিখেছেন, ‘আহা ভালোবাসা।’ কাজল আব্দুল্লাহ লিখেছেন, ‘ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু।’ নুপূর লিখেছেন, তোমাকে আমিও অনেক ভালোবাসি আপু।’ এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্স।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top