একদিনে সিনোফার্মের টিকা নিলেন লাখের বেশি, মডার্নার ৫৯ হাজার

রাজধানীসহ সারা দেশে বর্তমানে চীনের তৈরি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেয়া হচ্ছে। আপাতত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা প্রদান বন্ধ রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮১ হাজার ৪৮৬ ডোজ সিনোফার্মের টিকা নিয়েছে মানুষ। আর মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৯ হাজার ৭৬৫ জন।

এ সময়ে সিনোফার্মের টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ১ হাজার ৯৩২ জন। নারী রয়েছেন ৭৯ হাজার ৫৫৪ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে ১৬ লাখ ৬৬ হাজার ৬৯৮ জন হয়েছে।

এদিকে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫ হাজার ৩৫৫ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ২৩২ জন ও নারী ৩ হাজার ১২৩ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন মোট ১৭ হাজার ৪২৪ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় মডার্নার টিকা গ্রহণকারী ৫৯ হাজার ৭৬৫ জনের মধ্যে ৩৬ হাজার ৬৭৭ জন পুরুষ ও ২৩ হাজার ৮৮ জন নারী রয়েছেন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা মোট ৪ লাখ ৮১ হাজার ৭১৫ জন হলো।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনার টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন।

এরপর ২৬ জুলাই পর্যন্ত ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। এ টিকার দ্বিতীয় ডোজ নেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

এছাড়া ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫০ হাজার ২৩৫ জন ও দ্বিতীয় ডোজের ২৮৮ জন টিকা নেন।

এদিকে ২৭ জুলাই বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে এক কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৭১৭ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top