রাজধানীসহ সারা দেশে বর্তমানে চীনের তৈরি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেয়া হচ্ছে। আপাতত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা প্রদান বন্ধ রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮১ হাজার ৪৮৬ ডোজ সিনোফার্মের টিকা নিয়েছে মানুষ। আর মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৯ হাজার ৭৬৫ জন।
এ সময়ে সিনোফার্মের টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ১ হাজার ৯৩২ জন। নারী রয়েছেন ৭৯ হাজার ৫৫৪ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে ১৬ লাখ ৬৬ হাজার ৬৯৮ জন হয়েছে।
এদিকে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫ হাজার ৩৫৫ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ২৩২ জন ও নারী ৩ হাজার ১২৩ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন মোট ১৭ হাজার ৪২৪ জন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় মডার্নার টিকা গ্রহণকারী ৫৯ হাজার ৭৬৫ জনের মধ্যে ৩৬ হাজার ৬৭৭ জন পুরুষ ও ২৩ হাজার ৮৮ জন নারী রয়েছেন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা মোট ৪ লাখ ৮১ হাজার ৭১৫ জন হলো।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনার টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন।
এরপর ২৬ জুলাই পর্যন্ত ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। এ টিকার দ্বিতীয় ডোজ নেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।
এছাড়া ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫০ হাজার ২৩৫ জন ও দ্বিতীয় ডোজের ২৮৮ জন টিকা নেন।
এদিকে ২৭ জুলাই বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে এক কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৭১৭ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।