খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

সাজাপ্রাপ্ত হয়ে কারাগারের বাইরে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি তোলেন।

সমাবেশে ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সহ-সভাপতি এজে ভুইয়ার সভাপতিত্বে এবং সুপ্রিম কোর্ট ইউনিটের সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সিনিয়র আইনজীবী মো. ফজলুর রহমান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী,  আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের আইন সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মশিউর রহমান সজীব, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আবেদ রাজা, ব্যারিস্টার মনিরুজজামান আসাদ, কামরুজ্জামান মামুন, গাজী তৌহিদুল ইসলাম, আরেফিন স্বপন, মো. আছরারুল হক, আবদুল্লাহ আল মাহবুব, এম ওয়াছেল উদ্দিন, মো. ওমর ফারুক, ব্যারিস্টার  সৈয়দ ইজাজ কবির কাজী, ব্যারিস্টার আখতার হোসাইন, ব্যারিস্টার সাকিবুজজামান, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান, ব্যারিস্টার এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার মাহদিন চৌধুরী, আশরাফ জালাল খান মনন, শেখ শিমুল, ব্যারিস্টার খালেদ মাহমুদুর রহমান, কাজী মুস্তাফিজুর রহমান আহাদ, ফয়সলা সিদ্দিকী, তাবাস্সুম রিফাৎ টুম্পা, মাকসুদ উল্লাহ, মোহাম্মদ মহসিন কবির (রকি), মশিউর রহমান রিয়াদ, মো. রায়হান আলম, রেজাউল করিম, মোখলেছুর রহমান (বাবু), শফিকুল ইসলাম, মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল), মো. উজ্জল হোসেন, নূরে আলম সিদ্দিকী (সোহাগ), মো. জসিম উদ্দিন, ব্যারিস্টার মো. রবিউল আলম সৈকত, মো. সাগর হোসেন, মো. মোস্তফা কামাল (বাচ্চু) ও মো. ইছাসহ শতাধিক আইনজীবী।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top