কুমিল্লায় বসুন্ধরা কিংসের নিকট পাত্তা পায়নি মুক্তিযোদ্ধা সংসদ

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লাঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার ম্যাচে কুমিল্লার মাঠে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসের নিকট মাঠে পাত্তা পায়নি মুক্তিযোদ্ধা সংসদ।

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৩-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।

খেলার প্রমার্ধের ১০ মিনিটের মাথায় প্রথম গোল করেন বসুন্ধরা কিংসের স্ট্রাইকার ১০ নম্বর জার্সি পরিহিত ব্রাজিলিয়ান খেলোয়াড় রবসন ডি সিলভা। 

খেলার প্রমার্ধের শেষ মুহূর্তে ৪৫ মিনিটের মাথায় ২য় গোল করেন ৯ নম্বর জার্সি পরিহিত আর্জেন্টিনার খেলোয়াড় অস্কার বেকেরা। 

দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের মাথায় বসুন্ধরা কিংসের পক্ষে ৩য় গোল করেন বসুন্ধরা দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ১১ নম্বর জার্সি পরা খেলোয়াড় তৌহিদুল আলম সবুজ। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে কোন সুযোগ না দিয়ে দাপুটে জয়ে ৩ পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। টানা চতুর্থ হারের স্বাদ পেলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। লীগে মাত্র এক জয় পাওয়া মুক্তিযোদ্ধার সংগ্রহ ৩ পয়েন্ট।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top