ভোলার ২০ গ্রামে উদযাপন হয়েছে ঈদুল আজহা

ভোলার সাত উপজেলার ২০ গ্রামের ১৫ হাজার মানুষ শুক্রবার ঈদুল আজহা উদ্যাপন করছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়ির দরজায় শুরেশ্বরের অনুসারীদের বড় জামাত অনুষ্ঠিত হয়। জামাতে চার গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

পর্যায়ক্রমে ভোলা সদর, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে পশু কোরবানি দেয়া হয়।

বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের শুরেশ্বরের মোয়াজ্জেম মেজনু মিয়া জানান, আদিকাল থেকে মক্কা-মদিনার ওপর নির্ভর করে শুরেশ্বরের দরবার শরীফের অনুসারীরা ঈদ পালন করছে। এবারও আমরা তা-ই করেছি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top