ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পচাঁ মাছ রান্না করে বিক্রি করার অভিযোগে এক হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
সোমবার (৭জুন) দুপুরে একজন ভোক্তার দেয়া সংবাদের প্রেক্ষিতে উপজেলার নবীনগর সদর বাজারে ভাই ভাই হোটেলে পচাঁ মাছ রান্না করে বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান। অভিযানে নবীনগর থানার পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
অভিযুক্ত হোটেল মালিক তার অপরাধ স্বীকার করায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে অস্বাস্থ্যকর রান্না করা পচাঁ মাছের তরকারি ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান প্রথম খবর'কে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।