টিকাকেন্দ্রে শিক্ষককে লাঞ্ছনায় সেই এসআইয়ের শাস্তি দাবি

নোয়াখালীর চাটখিলে টিকাকেন্দ্রে হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানকে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিতের ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রমজান আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দাবি আদায়ে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে তারা।

মানববন্ধনে হাটপুকুরিয়া ঘটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ, থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজিব হোসেন রাজু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানকে লাঞ্ছিত করেন এসআই রমজান আলী। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মোসাকে লিখিত অভিযোগ করলে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ বিষয়ে শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা দিতে হাসপাতালে নিয়ে যাই। দুপুরে এসে দেখি আমার মোটরসাইকেলটি কে বা কারা নষ্ট করে রেখেছে। সেটি চালু করতে চাইলে উপস্থিত এসআই রমজান আলী তা গেটের বাইরে নিয়ে যেতে বলেন। আমি গেটের বাইরে নিয়ে পুনরায় চালুর চেষ্টা করার সময় এসআই রমজান আলী আমাকে অকারণে চড়-থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top