নামাজরত অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু

নোয়াখালীর সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইসমত আরা কাকলি (৫০) নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল করেছেন।

গত সোমবার দুপুর ২টা ২০মিনিটের দিকে বিদ্যালয়ে নামাজ পড়া অবস্থায় মারা যান তিনি।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ছাত্রছাত্রীসহ সর্ব শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষিকা কাকলি সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের অর্জুনতলা গ্রামের এমদাদুল হক মিয়া বাড়ির মেজবাহ উদ্দিন টফির স্ত্রী।

মৃত্যুকালে তিনি স্বামী ও একটি সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সেদিনই রাতে মরহুমার সেনবাগ পৌরসভার অর্জুনতলা গ্রামস্থ বাড়িতে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান জানান, সোমবার দুপুরে বিদ্যালয়ের বিরতির সময় শিক্ষিকা ইসমত আরা কাকলি বিদ্যালয়ের একটি কক্ষে নামাজ পড়া শুরু করেন। এক পর্যায়ে তিনি নামাজের বৈঠক থেকে ওঠার সময় নামাজের বিছানায় পড়ে যান। এ সময় বিদ্যালয়ের সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top