প্রাথমিক শিক্ষকদের সুখবর দিলেন ডিপিই মহাপরিচালক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম বলেছেন, সোমবার থেকে যদি লকডাউন ঘোষণা করা হয়, তাহলে লকডাউনে শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে না।

তিনি বলেন, লকডাউনে সবকিছু বন্ধ থাকবে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন কীভাবে? এছাড়া লকডাউনের কারণে আমাদের চলমান বিভিন্ন প্রকল্প স্থগিত হবে কিনা সেটি প্রজ্ঞাপন জারির পর বলতে পারব।

রোববার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

ডিপিই ডিজি বলেন, ‘লকডাউনের পর স্কুলের দাপ্তরিক কাজে প্রধান শিক্ষকসহ যাদের যাদের প্রয়োজন তারা রোস্টার করে স্কুলে যাবেন। বাকি শিক্ষকরা বাড়িতে অবস্থান করবেন।’

একই নির্দেশনা সব স্কুল-কলেজেও দেয়া হবে। লকডাউন ঘোষণা হলে শিক্ষকদের বাসায় অবস্থান করতে নির্দেশনা দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার এ ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন মাউশির একাধিক কর্মকর্তা। এ নির্দেশনার মাধ্যমে সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষার জন্য নিজ বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেয়া হবে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় সরকার আগামীকাল (সোমবার) থেকে সারাদেশ লকডাউন ঘোষণা করছে। আজ (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top