শিক্ষকদের নতুন নির্দেশনা দিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতর

করোনা সংক্রমণ কমাতে নতুন করে দেওয়া ‘কঠোর বিধিনিষেধ’র কারণে এক সপ্তাহ সরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেনের শিক্ষকদের বাড়িতে অবস্থান করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত আসার যে নির্দেশনাটি ছিল সেটি এখন বাতিল বলে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।

আরো পড়ুনঃ প্রাথমিক শিক্ষকদের সুখবর দিলেন ডিপিই মহাপরিচালক

সোমবার (৫ মার্চ) প্রথম খবরকে তিনি জানান, ‘এ সংক্রান্ত এক নির্দেশনা অধিদফতর আজই জারি করবে। শিক্ষকদের আর বিদ্যালয়ে যেতে হবে না।’

আরো পড়ুনঃ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বন্ধ রাখার নির্দেশ

তিনি বলেন, ‘কঠোর বিধিনিষেধ আরোপের বিজ্ঞপ্তি আমরা দেখেছি। সতর্কতার জন্য শিক্ষকদের ঘর থেকে বের হতে বারণ করব আমরা। শিক্ষকদের বিদ্যালয়েও যেতে হবে না। শিক্ষার্থীরাও যেন এই সময়ে ঘরে অবস্থান করে। এই সতর্কতাটা মেনে না চললে করোনার ঝুঁকি আরও বাড়বে।’

আরো পড়ুনঃ পিয়ন দিয়েই চলছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস!

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রাখার পর গেল এক মাসে বিদ্যালয় খোলার সবধরনের প্রস্তুতি সেরে রেখেছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর। তবে নতুন করে সংক্রমণ বাড়ায় বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত আরও দীর্ঘ হলো।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top