প্রাথমিক শিক্ষা অধিদফতরের ডিজি ফসিউল্লাহ করোনায় আক্রান্ত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ মহামারী করোনায় (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। গত বুধবার (৫ আগস্ট) নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে জানান, ডিজি মো. ফসিউল্লাহ নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।

ডিজি মো. ফসিউল্লাহ সরকারের সচিব পদমর্যাদার (গ্রেড-১) একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স শেষে বিসিএসের নবম ব্যাচে ১৯৯১ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। বর্তমান পদে যোগদানের আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক ছিলেন।

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করোনা আপডেট তথ্যে জানা গেছে, প্রাণঘাতী করোনায় এ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৬৫৮ জন শিক্ষক-কর্মচারী সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন মারা গেছেন। সংক্রমিতদের মধ্যে শিক্ষক ৫০৪ জন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top