সেন্সর বোর্ডে নিষিদ্ধ হলো ‘মেকাপ’ সিনেমা

সেন্সর বোর্ডে আটকে গেল অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ সিনেমা। গতকাল মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ‘এ সিনেমার বিরুদ্ধে আমাদের শোবিজের মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে খাটো করা হয়েছে। তাই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে হলো।’

প্রযোজকদের এই নেতা আরও বলেন, ‘অনন্য মামুন কেমন করে এই সিনেমাটি তৈরি করলেন জানি না। ‘মেকআপ’ একেবারে আমাদের ইন্ডাস্ট্রির বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছে। যেখানে যৌক্তিকতা নেই। এমন সিনেমা প্রদর্শনের অনুপযুক্ত। তাই সেন্সর বোর্ডের সর্বসম্মতিক্রমে ‘মেকআপ’ নিষিদ্ধ করা হয়েছে।’

‘ছবি নিষিদ্ধ হলেও নির্মাতা চাইলে আপিল বিভাগে পুনরায় আবেদন করতে পারবেন’- পরামর্শ দিলেন খসরু।

এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানান, তিনি এখনো নিষিদ্ধ করার লিখিত নোটিশ হাতে পাননি। তাই এ বিষয়ে কিছু আপাতত বলতে চান না তিনি।

সিনেমা অঙ্গনের গল্প নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। এখানে তারিক আনাম খানের সঙ্গে দেখা যাবে জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলিকে।

এটি প্রযোজনা করেছে সেলেব্রিটি প্রোডাকশন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top