প্রথম বারের মতো বাংলাদেশে এলেন বলিউডের আইটেম গার্ল' সানি লিওন। শনিবার বিকাল ৪টার দিকে ঢাকায় আসেন তিনি। সঙ্গে তার স্বামী ড্যানিয়েলও এসেছেন। তারা এখন রাজধানীর একটি হোটেলে অবস্থান করছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, গান বাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে পারফর্ম করতে ঢাকায় এসেছেন সানি লিওন। এর আগে তাপসের টিএম রেকর্ডস থেকে প্রকাশিত কণ্ঠশিল্পী ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানে মডেল হন সানি।
বাংলাদেশে এসে শাহজালাল বিমানবন্দরে তোলা একটি ছবি সানি তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, 'আশা করি এটি একটি সুন্দর দেশ'।
তার একটু পরেই সানি লিওন তার স্বামীসহ কৌশিক হোসেন তাপসের সঙ্গে একটি সেলফি নিজের পেজে পোস্ট করেন। ক্যাপশনে লিখেন,
এর আগে 'সোলজার' নামে বাংলাদেশের একটি ছবিতে কাজ করার কথা ছিলো সানির। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাকে ৩০ দিন বাংলাদেশে থাকার অনুমতিও দিয়েছিলো। কিন্তু পরে সেই অনুমতি বাতিল করা হয়।
বিষয়টি নিয়ে শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, সানি লিওন বাংলাদেশে আসার জন্য অন্য নাম ব্যবহার করেছিলেন। আর সেজন্যই বাংলাদেশে আসার অনুমতি বাতিল হয়েছে তার।
মন্ত্রীর এই মন্তব্যের ঠিক পরের দিনই ঢাকায় এসে হাজির হলেন সানি লিওন।