সিনেমা হলে দরদ দেখবেন সুপারস্টার শাকিব খান

ইমরুল হাসান ( স্টাফ রিপোর্টার ): ১৫ নভেম্বর থেকে দেশের ৮৩ সিনেমা হলে চলছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘দরদ’। একই সঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ বিশ্বের প্রায় ২২ টি দেশে। দেশ-বিদেশে মুক্তির প্রথমদিন থেকে দর্শকদের সাড়া পাচ্ছে ‘দরদ’। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের মাঝে হষ নেমে এসেছিল ঈদের আমেজ!

রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’-এ শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছেন না দর্শক। অধিকাংশ দর্শক বলেছেন, এ কোন শাকিব খান!   এমন শাকিব খানকে আগে আমরা দেখিনি যারা এখনো এই ছবিটি দেখেননি তারা অনেক কিছু মিস করেছেন দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যেও প্রথমদিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে ‘দরদ’র দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

এদিকে, ‘দরদ’ মুক্তির সময় ‘বরবাদ’-এর শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমের কল্যাণে দর্শকদের ‘দরদ’ উন্মাদনা দেখছিলেন তিনি। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরেই বড়পর্দায় ছবিটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব।

২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িকা প্রতিষ্ঠান রিমার্ক- হারল্যানের সৌজন্যে ‘দরদ’-এর একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কিনে ফেলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন। ছবিটি উপভোগ করে এই সুপারস্টার তার অনুভূতি ও সিনেমা কর্ম পরিকল্পনা জানাবেন।

শাকিবের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে বসে ‘দরদ’ উপভোগ করবেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা অঙ্গনে স্থবিরতা বিরাজ করলেও দর্শক সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে ‘দরদ’ দেখতে যাচ্ছেন! এ কারণে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব বলেন, প্রথমদিন থেকে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদ মাধম্যে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও ‘দরদ’ ভরা ভালোবাসা।

Share this post

PinIt
scroll to top