প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন নির্দেশনা

প্রথম ও দ্বিতীয় ও শ্রেণির পাঠ্যবই যেসব বিদ্যালয়ে এখনও পৌঁছেনি সেসব বিদ্যালয়ের জন্য জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো থেকে বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পরিচালক প্রশাসনের জারি করা এ সংক্রান্ত আদেশ বুধবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২১ সালের প্রাথমিক স্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠ্যবই যেসকল উপজেলা/থানায় সরবরাহের হার শূন্য। সেসকল উপজেলা/থানায় ১ জানুয়ারি বই বিতরণ সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিসে সংরক্ষিত পাঠ্যবই থেকে বরাদ্দ দেওয়া হলো। বরাদ্দ দেওয়া পাঠ্যবই থেকে প্রয়োজন/চাহিদা অনুযায়ী সংগ্রহ করে সংশ্লিষ্ট উপজেলা/থানায় বিভাগীয় উপ-পরিচালকরা সরবরাহ করবেন।

আদেশে আরও বলা হয়, পরবর্তীতে মুদ্রণ প্রতিষ্ঠানের সরবরাহ করা বই উপ-পরিচালকের তত্ত্বাবধানে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিসে সরবরাহ করা হবে। এমতাবস্থায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিভাগীয় উপ-পরিচালকের চাহিদা অনুযায়ী পাঠ্যবই সরবরাহের নির্দেশ দিতে অনুরোধ জানানো হলো। এ বিষয়ে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top