সারাদেশে মহামারীর সংক্রমণ কমায় প্রায় দেড় মাস পর ক্লাসে ফিরেছে প্রাথমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীরা। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস চলবে সপ্তাহে ছয় দিন। স্কুল খোলা হলেও করোনা কারণে কোনো সমাবেশ করা যাবে না। টিকা দেয়া ছাড়া বিদ্যালয়ে কোন শিক্ষক উপস্থিত হতে পারবেন না বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সকালে ময়মনসিংহের সব প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে ক্লাসে যোগ দেয় শিক্ষার্থীরা। তবে সংক্রমণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় খুলেনি প্রাক-প্রাথমিক বিদ্যালয়।
সারাদেশের মতো রাঙামাটির প্রাথমিক বিদ্যালয় গুলোতেও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। শিশুদের আগমনে প্রাণ ফিরে পায় শিক্ষা প্রতিষ্ঠান।
গাজীপুরে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে শুরু ক্লাস। সকাল সকাল স্কুল গুলোতে শিক্ষার্থীরা এসে পাঠদান শুরু করে। বিদ্যালয় খোলায় উল্লাসিত ছাত্রছাত্রীরা। স্কুলে ফিরতে পেরে আনন্দিত শিক্ষকরাও।