মেসি বনাম রোনালদো: কোন বছরে কার গোল কত?

বর্তমান সময় তো বটেই ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা দুই খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। বিশ্ব ফুটবলে গত ১৫ বছর ধরে চলছে তাদের একচ্ছত্র আধিপত্য। যার প্রমাণ মেলে ব্যক্তিগত সব পুরস্কারের তালিকায়। মাঠের বাইরে যেমন-তেমন, মাঠের খেলায় সবসময়ই একটা প্রতিদ্বন্দ্বিতা চলে মেসি-রোনালদোর।

আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির চেয়ে আড়াই বছরের বড় হওয়ার সুবাদে ক্যারিয়ারটাও আগেই শুরু করেছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে গোলসংখ্যায়ও এগিয়ে রোনালদো। সম্প্রতি ছুঁয়ে ফেলেছেন ৮০০ গোলের মাইলফলক। তবে খুব একটা পিছিয়ে নেই মেসিও।

২০০২ সালে পেশাদার ক্যারিয়ার শুরুর পর প্রথম মৌসুমে ৫ গোল করেন রোনালদো। ২০০৪ সালে ১৩ গোল করে প্রথমবারের মতো দুই অঙ্ক ছুঁয়ে ফেলেন তিনি। একইভাবে ২০০৪ সালে ক্যারিয়ার শুরুর দুই বছর পর ২০০৬ সালে প্রথমবারের মতো দুই অঙ্কে (১২ গোল) প্রবেশ করেন মেসি।

চলতি বছর এরই মধ্যে খেলা ৬১ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৪৫টি, মেসি ৫৭ ম্যাচে করেছেন ৪১ গোল। সবমিলিয়ে পর্তুগিজ সুপারস্টারের নামের পাশে রয়েছে ৮০১ গোল। অন্যদিকে প্রায় দেড়শ ম্যাচ কম খেলে আর্জেন্টাইন জাদুকরের গোল ৭৬৭টি।

দেখে নেওয়া যাক বছরভেদে কত গোল করেছেন মেসি ও রোনালদো:

২০০২
রোনালদো- ১৬ ম্যাচে ৫ গোল
মেসি- অভিষেক হয়

২০০৩
রোনালদো- ৩৬ ম্যাচে ১ গোল
মেসি- অভিষেক হয়নি

২০০৪
রোনালদো- ৬০ ম্যাচে ১৩ গোল
মেসি- ৭ ম্যাচে ০ গোল

২০০৫
রোনালদো- ৬৪ ম্যাচে ১৫ গোল
মেসি- ২১ ম্যাচে ৩ গোল

২০০৬
রোনালদো- ৬০ ম্যাচে ২৫ গোল
মেসি- ৩৩ ম্যাচে ১২ গোল

২০০৭
রোনালদো- ৬০ ম্যাচে ৩৪ গোল
মেসি- ৫৫ ম্যাচে ৩১ গোল

২০০৮
রোনালদো- ৫৮ ম্যাচে ৩৫ গোল
মেসি- ৪৮ ম্যাচে ২২ গোল

২০০৯
রোনালদো- ৪৯ ম্যাচে ৩০ গোল
মেসি- ৬৪ ম্যাচে ৪১ গোল

২০১০
রোনালদো- ৫৯ ম্যাচে ৪৮ গোল
মেসি- ৬৪ ম্যাচে ৬০ গোল

২০১১
রোনালদো- ৬০ ম্যাচে ৬০ গোল
মেসি- ৭০ ম্যাচে ৫৯ গোল

২০১২
রোনালদো- ৭১ ম্যাচে ৬৩ গোল
মেসি- ৬৯ ম্যাচে ৯১ গোল

২০১৩
রোনালদো- ৫৯ ম্যাচে ৬০ গোল
মেসি- ৪৭ ম্যাচে ৪৫ গোল

২০১৪
রোনালদো- ৬০ ম্যাচে ৬১ গোল
মেসি- ৬৬ ম্যাচে ৫৮ গোল

২০১৫
রোনালদো- ৫৭ ম্যাচে ৫৭ গোল
মেসি- ৬১ ম্যাচে ৫২ গোল

২০১৬
রোনালদো- ৫৭ ম্যাচে ৫৫ গোল
মেসি- ৬২ ম্যাচে ৫৯ গোল

২০১৭
রোনালদো- ৬০ ম্যাচে ৫৩ গোল
মেসি- ৬৪ ম্যাচে ৫৪ গোল

২০১৮
রোনালদো- ৫৩ ম্যাচে ৪৯ গোল
মেসি- ৫৪ ম্যাচে ৫১ গোল

২০১৯
রোনালদো- ৫৩ ম্যাচে ৪৯ গোল
মেসি- ৫৮ ম্যাচে ৫০ গোল

২০২০
রোনালদো- ৪৫ ম্যাচে ৪৪ গোল
মেসি- ৪৮ ম্যাচে ২৭ গোল

২০২১
রোনালদো- ৬১ ম্যাচে ৪৫ গোল
মেসি- ৫৭ ম্যাচে ৪১ গোল

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top