কুমিল্লা নগরীতে ২৬ জনসহ ৮৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ জনসহ গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৩ জন। এতে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৪৬৯৮ জন। এদিনে জেলায় নতুন মৃত্যু হয়েছে ১জনের। এতে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাড়ালো ১২৪।

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশন- ২৬, লাকসাম- ২, চৌদ্দগ্রাম- ১, দেবিদ্বার- ১, হোমনা -৮, বরুড়া- ৬, মনোহরগঞ্জ- ২, তিতাস-১০, দাউদকান্দি-৬, সদর দক্ষিণ- ৭, নাঙ্গলকোট- ১৪ জন। মৃত্যু তালিকায় জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুবরনকারী ১২৪ জন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৭৬ জন, মুরাদনগর ২৭২ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১২৩৫ জন, লাকসামে ৩১৩ জন, চান্দিনায় ২২৫ জন, তিতাসে ১৩২ জন, দাউদকান্দিতে ১৬৫ জন, বরুড়ায় ১৮২ জন, বুড়িচংয়ে ২১০ জন, মনোহরগঞ্জে ১৩৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৬৮ জন, নাঙ্গলকোটে ২৯১ জন, হোমনায় ৮৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৫৯ জন, লালমাইয়ে ৮৫ জন, চৌদ্দগ্রামে ৪২৪ জন, আদর্শ সদরে ১৬৮ জন, মেঘনায় ৪৪ জন। এদিকে বুধবার সুস্থ হয়েছেন ৫৮ জন। এর মধ্যে লাকসাম ১৪, সদর দক্ষিণ ২, তিতাস-২, চান্দিনায়-৬, হোমনায়-১৬, মনোহরগঞ্জ-১০, বরুড়ায় ৬সহ মোট ২৬৫১ জন সু’ হয়েছেন।

কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান জানান- বুধবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৬৯৮জন। সর্বমোট মৃত্যুবরন করেছেন ১২৪ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে নতুন ৫৮ জনসহ মোট ২৬৫১জন সুস্থ্য হয়েছেন। কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ২২৫২৬ জনের ও রিপোর্ট পাওয়া গেছে ২২২৯৮ জনের।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top